রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

Joyer joyogan

Ar noy voy, ar noy voy
Hobe hobe aibar amader e joy

Duronto amra, sahosi dol
Uttalotay vora, ace mono bol
Jabo agiye, sotru ke hatiye
Samne ace sudu ujjor somoy

Ar noy voy, ar noy voy
Hobe hobe aibar amader e joy

Voy korina, jodi ase badha
Par hoye jabo, noto kovu hobona
Asle asuk joto jhoro hawa
Hobo na, hobona, pichu pa

Aj dekho akase, bijoyer barta
Caridike sudu santir chaya
Bijoy ketan ure jay
Sotru ra dekho pichu palay

Ar noy voy, ar noy voy
Hobe hobe aibar amader e joy

Rokto makha deho tobu sokti oprotul
Jani sudu desh- ma somotul
Jabe jan, debo na hoy aro kicu
Lorbo, anbo ciniye santi tuku

Kadbe na go ma, kadbe na sontan
Pabe na keo voy, sob hobe obosan
Bijoyer ai lorai, amra korbo joy
Shudhu ektai asa mone, nei j kono voy

Ar noy voy, ar noy voy
Hobe hobe aibar amader e joy

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১

Banglar Sontan

Joler moton santo thaki, uttalota buji na
Nijer vagta bujte jani, vagidarder cini na
Aguner sathe khelte jani, tobu ami kheli na
Keo Jodi cay jalate, chup kore ami thaki na

Banglar cele ami, bangla k carte janina
Banglar joto sotru tora, 71 ki Janis na?
Togboge rokto moder, thanda thakte pareni
Pakistani hanadar der, jitte mora daini

Sedin kothay cile tomra, kothay cilo ohongkar
Aj tobe desh shadhin howay, gorje utho bar bar?
Aj bolo kahini, sunao itihaser kotha
Shadhinotar dine gele, jana jay iti kotha

Pare nai moder atkate, pareni domia rakhte
Rokto diaci, jibon diaci, Bangladesh k bacate
Cilo koyek ta osro, ar onek sahos mone
Bangla amar ma, thaki tomar rokkharthe

Bijoy dine ase amra bajai bijoyer sanai
Jatiyo songit sunia sunia, valobasa janai
Darate hoy onekei abar jay j keno vule
Bijoy e ullas koro, sroddha vora mone

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

ইসলামের নামে কেন এই প্রহসন???????????????????????????????????


ইসলামের নামে কেন এই প্রহসন?????????????????????????????????????
চরমোনাই পীরের লেখা ‘ভেদে মারেফত’ বইয়ের ১৫ পৃষ্ঠায় মৃতকে জীবিত করার যে গল্পটা আছে তা নিম্নরূপঃ
শামসুদ্দীন তাব্রীজী নামের এক লোক ছিলেন। লোকেরা তাকে পীর সাহেব কেবলা বলত।
... একদা হযরত পীর সাহেব কিবলা রোম শহরের দিকে রওয়ানা হইলেন। পথিমধ্যে ঝুপড়ির ভে...তর এক অন্ধ বৃদ্ধকে লাশ সামনে নিয়া কাদঁতে দেখিলেন। হুজুর বৃদ্ধকে প্রশ্ন করিলে বৃদ্ধ উত্তর করিলেন, “হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর করিবার আর কেউ নাই, একটি পুত্র ছিল সে আমার যথেষ্ট খেদমত করিত, তাহার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়। সেই ১২ বছরের নাতি একটা গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খেদমত করিত, তার লাশ আমার সম্মুখে দেখিতেছেন। এখন উপায় না দেখিয়া কাঁদিতেছি” । হুজুর বলিলেন এ ঘটনা কি সত্য? বৃদ্ধ উত্তর করিলেন এতে কোন সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন"হে ছেলে আমার হুকুমে দাঁড়াও"। তো ছেলে উঠে দাঁড়াল এবং দাদুকে জড়াইয়া ধরিল, বৃদ্ধ তাকে জিজ্ঞেস করিল “তুমি কিরূপে জিন্দা হইলে”। ছেলে জবাব দিল, “আল্লাহর অলি আমাকে জিন্দা করেছেন”। (নাউজুবিল্ লাহ) তারপর ঐ অঞ্চলের বাদশাহ হুজুরের এই খবর পেয়ে উনাকে তলব করিলেন। উনাকে পরে জিজ্ঞেস করিলেন"আপনি কি বলিয়া ছেলেটিকে জিন্দা করিয়াছেন"। হুজুর বলিলেন আমি বলেছি “হে ছেলে আমার আদেশে জিন্দা হইয়া যাও”। অতঃপর বাদশাহ বলিলেন, “যদি আপনি বলিতেন আল্লাহর আদেশে”। হুজুর বলিলেন"মাবুদ! মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করিব। তাহার আন্দাজ নাই (নাউজুবিল্ লাহ)। এই বৃদ্ধের একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়াছে, বাকী ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোনরুপ জিন্দেগী গোজরান করিত, তাহাকেও নিয়া গেল। তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহ নিয়ে আসিয়াছি”। (নাউজুবিল্ লাহ)।
এরপর বাদশাহ বলিলেন আপনি শরীয়াত মানেন কিনা? হুজুর বলিলেন “নিশ্চয়ই! শরীয়াত না মানিলে রাসূল (সাঃ) এর শাফায়াত পাইব না”। বাদশাহ বলিলেন, “আপনি শির্ক করিয়াছেন, সেই অপরাধে আপনার শরীরের সমস্ চামড়া তুলে নেয়া হবে”। এই কথা শুনিয়া আল্লাহর কুতুব নিজের হাতের অঙ্গুলি দ্বারা নিজের পায়ের তলা থেকে আরম্ভ করে পুরো শরীরের চামড়া ছাড়িয়ে নিলেন, তা বাদশাহর কাছে ফেলিয়া জঙ্গলে চলিয়া গেলেন। পরদিন ভোরবেলা যখন সূর্য উঠিল তার চর্মহীন গায়ে তাপ লাগিল তাই তিনি সূর্যকে লক্ষ করিয়া বলিলেন “হে সূর্য, আমি শরীয়াত মানিয়াছি, আমাকে কষ্ট দিওনা”। তখন ওই দেশের জন্য সূর্য অন্ধকার হইয়া গেল। দেশের মধ্যে শোরগোল পড়িয়া গেল। এই অবস্থা দেখিয়া বাদশাহ হুজুরকে খুঁজিতে লাগিলেন। জঙ্গলে গিয়া হুজুরের কাছে বলিলেনঃ শরীয়াত জারি করিতে গিয়া আমরা কি অন্যায় করিলাম, যাহার জন্য আমাদের উপর এমন মুসিবত আনিয়া দিলেন। তখন হুজুর সূর্য কে লক্ষ করিয়া বলিলেনঃ আমি তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিওনা, কিন্তু দেশবাসীকে কষ্ট দাও কেন? সূর্যকে বশ করা কি কোন মানুষের পক্ষে সম্ভব? ইহা বলা মাত্র সূর্য্য আলোকিত হইয়া গেল। আল্লাহ্‌ পাক তাহার ওলীর শরীর ভাল করিয়া দিলেন

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

মায়ের কাজের মূল্য।

একটি ছেলে স্কুলে গিয়ে নতুন শিখেছে, প্রতিটা কাজই মুল্যবান।। কোনো কাজই ফেলনা নয়।। সব কাজেরই একটা অর্থ/মূল্য আছে।। এ ছাড়া কীভাবে বিল করতে হয়, তাও তাকে শেখানো হয়েছে।। একদিন সন্ধ্যায় মা রান্নাঘরে কাজ করছেন।। ছেলেটি তার কাছে গিয়ে একটা বিল জমা দিলো।। মা কাজ করছিলেন, তাই কাজ শেষ করে ছেলের দেয়া চিরকুটটা পড়লেন।। তার ছেলে লিখেছেঃ

(১)গাছে পানি দেয়াঃ ১০ টাকা।
(২)দোকান থেকে এটা-ওটা কিনে দেয়াঃ ১৫টাকা
(৩)ছোট ভাইকে কোলে রাখাঃ ৪০টাকা।
(৪)ডাস্টবিনে ময়লা ফেলাঃ ২১টাকা।
(৫)পরীক্ষায় ভালো রেজাল্ট করাঃ ৫০টাকা ।
(৬)মশারী টানানোঃ ৫ টাকা।
মোটঃ ১৪১ টাকা।
.
.
.
মা বিলটা পড়লেন।। মুচকি হাসলেন।। তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন।। তার চোখে পানি চলে আসছে।। তিনি এক টুকরো কাগজ হাতে নিলেন।। তারপর তিনি লিখতে লাগলেন।।
.
.
.
(১)তোমাকে ১০মাস পেটে ধারনঃ বিনা পয়সায়।
(২)তোমাকে দুগ্ধপান করানোঃ বিনা পয়সায়।
(৩)তোমার জন্য রাতের পর রাত জেগেথাকাঃ বিনা পয়সায়।
(৪)তোমার অসুখ-বিসুখে তোমার জন্য দোয়া করা, সেবা করা, ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া,তোমার জন্য চোখের পানি ফেলাঃ বিনা পয়সায়।
(৫)তোমাকে গোসল করানোঃ বিনা পয়সায়।
(৬)তোমাকে গল্প,গান,ছড়া শোনানোঃ বিনা পয়সায়।
(৭)তোমার জন্য খেলনা, কাপড় চোপড় কেনাঃ বিনা পয়সায়।
(৮)তোমার কাথা ধোওয়া, শুকানো, বদলে দেওয়াঃ বিনা পয়সায়।
(৯)তোমাকে লেখাপড়া শেখানোঃ বিনা পয়সায়।
(১০ )এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসাঃ বিনা পয়সায়।

ছেলেটির হাতে মা কাগজ তা তুলে দিলেন।। ছেলে পড়তে লাগলো মায়ের বিল।। পড়তে পড়তে তার চোখ পানিতে ভরে উঠলো।। সে তার নিজের লেখা চিরকুটটা হাতে তুলে নিয়ে মাকে বললোঃ বিল পরিশোধিত।।

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

আমাদের দেশের কিছু খেলা প্রেমিক জনতা!!!???

আমরা খেলা খুব পছন্দ করি। আর সময়ের সাথে সাথে ক্রিকেট খেলাটা খুব বেশি আমোদিও খেলা হিসেবে পরিচিত হয়ে গেছে। দেশের কোথাও কোন খেলা হলেই হলো, সেইভাবেই মাঠ জনতায় ভরপুর হয়ে যায়। এক কথায়, কোথাও কোন loss নাই।

আমাদের দেশের মানুষ খেলাকে যে কতটা ভালবাসে তার প্রমাণ পাওয়া যায় খেলা দেখতে গেলে হই উল্লাসের মাধ্যমে। ১ রানের ৩ উইকেট থাকে, সেই অবস্থাতে যখন একটা ৪/৬ অথবা ১ রান হয়, তখন উল্লাসে ভরে যায় মাঠ। করতালি দিয়ে সম্মান জানায় খেলোয়ার দের।  বাশির শব্দে, ঢোলের তালে, হেসে গেয়ে আনন্দ করে সবাই। এর দারাই বুঝা যায় খেলা প্রেম।

কিন্তু তবুও কোথাও একটু কষ্ট থেকে যায়, কোথাও একটু ভুল হয়ে যায়, কোথাও উত্তেজনা বেশি হয়ে যায়। ৪/৬ মারলে যেমন বাংলাদেশ বাংলাদেশ করে, তেমনি OUT  হয়ে গেলেই ভুয়া ভুয়া করে চিৎকার দিতে মোতেও বাধে না মুখ। কেনো? তবে এইটা কি রকম সাপোর্ট করা হলো। রান, বাউন্দারি, আউট এইগুলাতো খেলার অংশ। আবার খেলোয়ার দের খুব বাজে ভাষায় গালিও দিতে মুখ আটকায়না তাদের। হ্যাঁ, এইটা সত্যি, হয়তো কষ্ট থেকেই এইরকম হয়। কিন্তু মাঝে মাঝে কি একটু বেশি হয়ে যায় না? আপনি কাকে গালি দিচ্ছেন? কাকে নিয়ে সমালোচনা করলেন, তার জায়গায় আপনি হলে কেমন খেলতেন? কেমন পারফরমেন্স করতেন?

আমরা যখন মাঠে খেলি, আমরাও আউট হয়ে যাই, আবার ৪/৬ ও মারি। যেহেতু আমাদের সাথেও এই রকম হয়, তখন ওদের সাথেও তো সেটা ঘটতে পারে, তাই না? খেলোয়ার রা তো আমাদের মতন সাধারন মানুষই। ওদের এইটুকুই বেশি যে ওরা বিদেশী থেকে training নেয়, আর আমরা training ছাড়া খেলি। তাতে কি? আমরা কাদের সাথে খেলি আর ওরা কাদের সাথে খেলে? সেটাও দেখার বিষয়। তাই আমরা এই রকম সাপোর্টআর হবো না যে, একেক সময়ে মন পরিবর্তন করব। আমাদের বুঝতে হবে যে, যখন মাঠে খেলে ওরা, তখন কতটা প্রেসার কাজ করে ওদের মাঝে। আমরা তো বসে বসে খেলা দেখি, কিন্তু ওরা খেলা খেলে। আর হার, জিত খেলায় থাকবে। সেটাকে সহজ ভাবে মেনে নেয়ার মতন অবস্থা আমাদের মাঝে রাখতে হবে।

আমার আরেকটি দুঃখ হলো, আমরা যখন ৪/৬ দেখি, তখন বলি "বাংলাদেশ, বাংলাদেশ", আর খারাপ অবস্থা দেখলে অথবা হারলে বলি "বাংলাদেশ ভুয়া, বাংলাদেশ ভুয়া"। I object, বাংলাদেশ ভুয়া মানে কি? তার মানে আপনি কি দেশের বদনাম করছেন না? আপনি তো এইটা বলতে পারতেন যে, বাংলাদেশ ক্রিকেট টিম ভুয়া। আর আমার মনে হয়, আপনার এইটাই বলা উচিত। একটা কথার অর্থ যে কতো বাজে হতে পারে, সেটার একটা প্রমাণ আমাদের এই ভুল। আপনি কি জানেন, যে আপনার আই ভুলের শাস্তি জেল হতে পারে? আপনি দেশ নিয়া অবমাননা করলেন, আপনি দেশ এর বদনাম করলেন, আর দেশ এর বদনাম কারি মানি হলো দেশদ্রোহী। তাই, উত্তেজনা হোক, আর কষ্ট ই হোক, আমরা প্লিজ কথা বলার সময় সতর্ক থাকি। কারন, আমরা দেশ কে ভালোবাসি, আর দেশ কে নিয়ে বাজে কথা বলা খুব বড় ধরনের অপরাধ।

Neta netri o tader Camcika

Amader desher neta netrir camca ra j koto boro stupid, tar proman tader 1st kothay mile, sob kicu bolar surute netri/netar sunam bolbe 1 min, then birodhi doler bodnam 2 min, then netri/netar abar sunam, then kotha bolbe jeta ask kora hoice. Rasta kharap er karon hisebe bole birodhi dol naki rastar kaj valo vabe kore jay nai. Amar prosno jaglo, se ki jane j oi rastar kaj asole ke kore gecilo? Karo maje desh prem nai. Ace taka prem. Ai sob camca der kei to deshodrohir dole falano uchit. Kintu ta na kore, 40+- boyoser manusder birodhi dole dekhlei tader name ulot palot mamla kore hoyrani kora hoy.

Amader desher neta netrider majeo kono desh prem ace bole dekhi na ami. Sobai sudu birodhi doler bodnam ar se ja kore gece seta k kharap proman korar jonno protijogita kore. Keo cole BABAr name, abar keo cole SAMIr name. Tader prem BABA r SAMI er proti, DESH er proti na.

Jara rajnitir sathe jorito acen, tara please amay proman den kicu j jeta dia desh prem bujano hoice. Sudu matro kicu uddog nilei desh prem hoye jay na, dekhte hobe setar prisoner kahini, setar poripurnotar kahini, setar jonno ki ki bebostha neya hoice setar kahini.
Amader desher neta netri ra jodi just akta dik theke nijeder valo rakhte pare, seta holo oporer bodnam na geye nije valo kicu kore setar proti oporke agroho sohokare dekhar ahoban korte pare, tobe desh unnoti korbe.
Amader jogajog montri bollen PATAL rain line kora hobe, amar prosno amader desh e patala train line er ki proyojon? PaTAL train a ki manus jabe naki desher sompod jabe? Patal line jodi hoy tobe seta amader desh er jonno akta humki cara amar ar kicui mone hocce na. Sudu je taka nsto hobe tai noy, desh er sompod pacar hobe ar hobe oslil kaj.
Amader neta/netri ra jodi valo na hon, tobe kokhonoi desh er valo kicu asa kora jabe na, ar tara valo hole tader camcarao valo hote baddo hobe.
Camca bolay karo mone ksto lagte pare, othoba opomanito bodh hote pare, But I'm sorry, j amar kace er cea valo word cilo na. Apnara jehetu camcami korcen, tai karo camcami na kore Desh er jonno camcami koren, seta gorber hobe.
Amar lekha kono rajniti bid pele amay Muktijoddher somoy jamate cilam or bivinno baje kaje lipto cilam vabben na please, karon amar age onek kom. Tai age age ta dekhben, then action nian. Tar age ami arektu bolte cai, amar Baba o akjon muktijoddha.
Amar kotha kharap lagle comment a bole dian j keno kharap laglo. Ar jodi na bolte paren tobe nijei cinta kore nian j kharap ta keno laglo. Ar seta change kore nian.
Asun, amra Desh k valo vasi, desh k nia vabi, Neta Netri or Birodhi dol k nia na.